মা ও ছেলে
কবি রসময় লাহা
কিছু প্রশ্ন উত্তর আলোচনা
১) নিচের প্রশ্নগুলোর পূর্ণ বাক্যে উত্তর দাও।
** মা ও ছেলে কবিতাটি কে লিখেছে?
উত্তর:- মা ও ছেলে কবিতাটি রসময় লাহা লিখেছেন।
** কুলুঙ্গি বলতে কী বোঝো?
উত্তর:- আগেকার দিনের পুরনো বাড়িতে দেওয়ালে ছোট ছোট খোপ থাকতো, যেখানে জিনিসপত্র রাখা যেত। এগুলোকেই কুলুঙ্গি বলে।
** কবিতায় বর্ণিত ছেলেটির নাম কি?
উত্তর:- কবিতায় বর্ণিত ছেলেটির নাম হল রমেশ।
** একজোড়া মানে কতগুলি?
উত্তর:- একজোড়া মানে দুইটি।
** এই কবিতায় কুলুঙ্গিতে কে সন্দেশ রেখেছিল?
উত্তর:- এই কবিতায় কুলুঙ্গিতে রমেশের মা সন্দেশ রেখেছিল।
** রমেশের মা কুলুঙ্গিতে কতগুলি সন্দেশ রেখেছিলে?
উত্তর:- রমেশের মা কুলুঙ্গি তে তিনজোড়া সন্দেশ রেখেছিলে।
** কুলুঙ্গি কেমন ছিল?
উত্তর:- কুলুঙ্গি খুব অন্ধকার ছিলো।
** রমেশ কতগুলি সন্দেশ খেয়েছিল?
উত্তর:- রমেশ দুটি সন্দেশ খেয়েছিল।
** রমেশ কতগুলি সন্দেশ দেখতে পাইনি?
উত্তর:- রমেশ দুই জোড়া অর্থাৎ চারটি সন্দেশ দেখতে পায়নি।
** বাকি সন্দেশ গুলো রমেশ দেখতে না পাওয়ার কারণ কি?
উত্তর:- কুলুঙ্গি টি খুব অন্ধকার থাকায় বাকি সন্দেশ গুলো রমেশ দেখতে পায়নি।
** কুলুঙ্গিতে রাখা সন্দেশ কমে গিয়েছিল কেন?
উত্তর:- কুলুঙ্গি তে রাখা সন্দেশ থেকে দুটি সন্দেশ রমেশ খেয়ে নিয়েছিল বলে কুলুঙ্গি র সন্দেশ কমে গিয়েছিল।
২) নিচে কিছু শব্দের বিপরীত শব্দ দেওয়া হলো
অন্ধকার = আলো
পাইনি = পেয়েছি
জোড়া = ছাড়া
জোড় = বিজোড়
আছে = নেই
৩) কবিতা থেকে কিছু শব্দের শব্দার্থ দেওয়া হল।
অন্ধকার = আঁধার
জোড়া = দুটি
মা = জননী
ছেলে = পুত্র
সন্দেশ = এক ধরনের মিষ্টি
বাক্য রচনা কোথায়
ReplyDeleteXxx@@@@@@
ReplyDeleteedu bangla online
ReplyDeleteedu bangla online