Search This Blog

Saturday, June 6, 2020

উড়ুক্কু ভূত

                উড়ুক্কু ভূত : শৈলেন ঘোষ
 


  


           উড়ুক্কু ভূত :- শৈলেন ঘোষ
    অনুশীলনীর প্রশ্ন উত্তর (হাতে কলমে)
১) এক কথায় উত্তর দাও:-
১.১) ভূতকে প্রথমে কে দেখতে পেয়েছিলেন ?
উত্তর:- ভূতকে প্রথমে দেখতে পেয়েছিল একটি কাকের ছানা।
             
১.২) কাকের ছানাটা কোন গাছের ডালে বসে ছিল?
উত্তর:- কাকের ছানাটা নিম গাছের ডালে বসেছিল।
১.৩) আমড়া গাছে কে বসেছিল ?
উত্তর:- আমড়া গাছে হুতুম মুখো পেঁচা বসেছিল।
১.৪) কে কুটকুট করে বেগুন গাছের কচি পাতা খাচ্ছিল ?
উত্তর:- গুটিপোকা কুটকুট করে বেগুন গাছের কচি
             পাতা খাচ্ছিল।
২) তিন চারটি বাক্যে উত্তর লেখ।
২.১) ভূতের চেহারা কেমন ছিল
উত্তর:- ভূতের চেহারা ছিল রোগা-পাতলা। চোখ দুটো ছিল তার ড্যাবরা ড্যাবরা, নাকটি ছিল থ্যাবরা। হাত নেই, পা নেই । ভূতটা ছিল ধর কাটা, নড়া ছটকানো ভূত ।
২.২) ভূতকে দেখে হুতুম মুখো প্যাঁচার কেমন অবস্থা হয়েছিল ?
উত্তর:- ভূতকে দেখে হুতুম প্যাঁচার প্রথমে পিলে শুকিয়ে পাপড় ভাজা হয়ে গেল, তারপর ভয়ে ঢোক গিলতে গিয়ে কক করে দম আটকে বেচারা মারা গেল।
২.৩) গুটিপোকা ভূতকে দেখে কি করেছিল আর মনে মনেই বা কি বলেছিল ?
উত্তর:- ভূতকে দেখেও গুটিপোকা কোন গ্রাহ্য করল না, উপরন্তু সে আপন মনে কুটকুট করে বেগুন গাছের কচি পাতা খেতে খেতে বলেছিল, “ছাই, ভূত না আর কিছু”।
২.৪) বৃষ্টি নামার পর ভুতের অবস্থা কেমন হয়েছিল?
উত্তর :- বৃষ্টি নামার পর ভুতের নাক মুখ চোখ দিয়ে দরদর করে জলে গোলা রং বেরিয়ে এলো। শেষে দেখা গেল ভূত বাজি হলো কাকুর খবরের কাগজের ছেড়া পাতা, যেটাতে কেউ রং দিয়ে ভুতের ছবি এঁকেছিল।
৩) কে কোন গাছে বসে ছিল লেখ :-
৩.১) গুটিপোকা ………….. (লঙ্কা গাছে/ বেগুন গাছ /জাম গাছ)
উত্তর:- বেগুন গাছ
৩.২) কাঠবিড়ালি ………… (পেয়ারা গাছ/ লিচু গাছ /কলা গাছ)
উত্তর:- পেয়ারা গাছ
৩.৩) হুতুম মুখো পেঁচা ………. (আমড়া গাছ/ আম গাছ/ কাঁঠাল গাছ)
উত্তর:- আমড়া গাছ
৩.৪) কাকের ছানা ………… (শিম গাছ/ নিমগাছ/ বেল গাছ)
উত্তর:- নিম গাছ
৪) কে, কোন কথাটা বলেছে মিলিয়ে লেখ।
উত্তর :- 
“ও মাগো জলজ্যান্ত ভূত গো” – কাঠবিড়ালি
“কে রে ?” – পেঁচা
ক্যা এ্যা এ্যা (কান্না) – কাক ছানা
“ছাই, ভূত না আর কিছু” – গুটিপোকা
৫) শূন্যস্থান পূরণ করো;- (পাশের ঝুড়িতে যে শব্দগুলো আছে তার সাহায্য নাও)
বেগুন, খবরের, ঝড়ের, পর্দা
৫.১) হুতুম মুখো পেঁচা টা বা চোখের _____ ফেলে ডান চোখ খুলে রেখেছিলো।
৫.২) কাঠবেড়ালি পেয়ারা গাছের ডাল জড়িয়ে____
হাওয়ায় দোল খাচ্ছিল।
৫.৩) ভূতটা আসলে কাকু র ______ কাগজের ছেড়া পাতায় আঁকা ছিল।
৫.৪) ভূতটা ______ গাছের কাটায় আটকে গেল।
উত্তর :-
৫.১) হুতুম মুখো পেঁচা টা বা চোখের পর্দা ফেলে ডান চোখ খুলে রেখেছিলো।
৫.২) কাঠবেড়ালি পেয়ারা গাছের ডাল জড়িয়ে ঝড়ের হাওয়ায় দোল খাচ্ছিল
৫.৩) ভূতটা আসলে কাকুর খবরের কাগজে র ছেঁড়া পাতায় আঁকা ছিল।
৫.৪) ভূতটা বেগুন গাছের কাটায় আটকে গেল।

*************************************
*************************************


         কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর

১) নিচের প্রশ্নগুলোর পূর্ণ বাক্যে উত্তর দাও
ক) “আপন মনে খাচ্ছে।”- আপন মনে কে কি খাচ্ছে?
উত্তর:- আপন-মনে গুটিপোকা বেগুন গাছের কচি পাতা খাচ্ছে।
খ) সোনার চাঁদের পিলে শুকিয়ে কি হয়ে গেছে?
উত্তর:- সোনার চাঁদের পিলে শুকিয়ে পাপড় ভাজা হয়ে গেছে।
গ) ঝমঝম করে কি এলো?
উত্তর:- ঝমঝম করে বৃষ্টি এলো।
ঘ) কার কোনো গ্রাহ্যি নেই ?
উত্তর:- গুটিপোকার কোন গ্রাহ্যি নেই।
ঙ) কাকে দেখে গুটিপোকা কোনরকম গ্রাহ্য করেনি?
উত্তর:- গুটিপোকা খবরের কাগজে আঁকা ভূত কে দেখে কোনরকম গ্রাহ্য করেনি।
চ) ভূতকে দেখে কে ভয় পায়নি?
উত্তর:- ভূতকে দেখে গুটিপোকা ভয় পায়নি।
ছ) গুটিপোকা যে ভয় পায়নি -সেটা কোন লাইন থেকে বোঝা যায়?
উত্তর:- “ছাই, ভূত না আর কিছু” -এই লাইনটি থেকে বোঝা যায় যে গুটি পোকা ভয় পায়নি।
জ) ভূত টা আসলে কি ছিল?
উত্তর- ভূতটা আসলে কাকুর খবরের কাগজে রং দিয়ে আঁকা একটি ভূতের ছবি ছিল।
ঝ) ভূতটা বাগানে কিভাবে ঢুকে পড়েছিল?
উত্তর:- ভূতটা ঝড়ের ঝাপটায় বাগানে ঢুকে পড়েছিল।
ঞ) কে দম আটকে স্বর্গে গেলেন?
উত্তর:- হুতুম মুখো পেঁচা দম আটকে স্বর্গে গেলেন।
ট) “অরুণ বরুণ কিরণমালা”-নাটকটি কার লেখা?
উত্তর:- “অরুণ বরুণ কিরণমালা” নাটকটি লিখেছেন শৈলেন ঘোষ।



2 comments: