পানতা বুড়ি গল্পটি র অনুশীলনীর প্রশ্ন গুলোর উত্তর নিচে ভিডিওটির মধ্যে দেওয়া হল
অনুশীলনীর প্রশ্ন উত্তর
১) এক কথায় উত্তর দাও।
১.১) পানতা বুড়ির নাম এমন হলো কেন?
উত্তর:- রোজ পানতা ভাত খেত বলে তার নাম হয়েছিল পানতা বুড়ি।
১.২) পানতা বুড়ির দিন চলত কেমন করে?
উত্তর:- ভিক্ষে করে পানতা বুড়ির দিন চলত।
১.৩) পানতা বুড়ি কার জ্বালায় অস্থির ?
উত্তর:- পানতা বুড়ি এক চোরের জ্বালায় অস্থির।
১.৪) অস্থির হয়ে পানতা বুড়ি কি করতে চলল?
উত্তর:- অস্থির হয়ে পানতা বুড়ি রাজার কাছে নালিশ করতে চলল।
১.৫) রাস্তায় প্রথমে তার সঙ্গে কার দেখা হল ?
উত্তর:- রাস্তায় প্রথমে তার সঙ্গে একটা বেল এর দেখা হল।
১.৬) কিছুটা দূরে গিয়ে পানতাবুড়ির সঙ্গে কার দেখা হল ?
উত্তর:- কিছুটা দূরে গিয়ে পানতাবুড়ির সঙ্গে একটা শিঙি মাছের দেখা হল।
১.৭) সূচ বুড়িকে কি বলেছিল?
উত্তর:- সূচ বুড়ি কে বলেছিল যে, সে যেন রাজার বাড়ি থেকে নালিশ করে ফেরার সময় তাকে সঙ্গে করে বুড়ির বাড়িতে নিয়ে যায়।
১.৮) ক্রমে বুড়ির মাথা গরম হয়ে উঠল কেন?
উত্তর:- একেতো বুড়ি অস্থির হয়ে উঠেছে পানতা চোরের জ্বালায়। সেই কারণে সে যাচ্ছিল রাজার কাছে নালিশ করতে। কিন্তু পথে নানান জনের প্রশ্নের মুখে পড়ায় বুড়ির মাথা গরম হয়ে উঠেছিল।
১.৯) বিরক্ত হয়ে বুড়ি কাকে কি বলেছিল ?
উত্তর:- বিরক্ত হয়ে বুড়ি ছুরি কে বলেছিল যে, সে যেখানেই যাক না কেন তাতে চুরির কি।
১.১০) রাজবাড়ীর কাছে গিয়ে বুড়ি কি দেখলো ?
উত্তর:- রাজবাড়ীর কাছে গিয়ে বুড়ি পথের ধারে একটি কুমিরকে পড়ে থাকতে দেখলো।
****) রাজবাড়ীতে গিয়ে বুড়ি কি দেখলো?
উত্তর:- রাজবাড়ীতে গিয়ে বুড়ি দেখল রাজা নেই। কারণ, তিনি শিকারে গেছেন।
১.১১) বুড়ি রাজবাড়ীতে কখন পৌঁছলো ?
উত্তর:- বেলার শেষে বুড়ি রাজবাড়ীতে পৌঁছলো।
১.১২) বুড়ির আর নালিশ করা হলো না কেন ?
উত্তর:- সেদিন রাজা ছিলেন না। তিনি শিকারে গিয়েছিলেন। তাই, বুড়ির আর নালিশ করা হলো না।
১.১৩) ফিরবার পথে সে কি কি নিয়ে এলো ?
উত্তর:- ফিরবার পথে সে কুমির, ছুরি, সূচ, শিঙি মাছ এবং বেল কে নিয়ে এলো।
১.১৪) শিঙি মাছ কি বলল ?
উত্তর:- শিঙি মাছ তাকে পানতার হাঁড়িতে রাখতে ।
১.১৫) পানতা শব্দের অর্থ লেখ ?
উত্তর:- জলে ভিজিয়ে রাখা বাসি ভাত কে পানতা বলে।
১.১৬) বেল কি বলল ?
উত্তর:- বেল তাকে উনুনের মধ্যে রাখতে বলল।
১.১৭) সূচকে কোথায় রাখা হলো ?
উত্তর:- সূচকে দেয়ালে পুঁতে রাখা হলো।
১.১৮) ছুরি কোথায় গোঁজা ছিল ?
উত্তর:- ছুরি উঠোনের ঘাসে গোঁজা ছিল।
১.১৯) কুমির কোথায় ছিল ?
উত্তর:- কুমির বুড়ির পুকুর ঘাটে বাঁধা ছিল।
(** কুমির রাজবাড়ীর কাছাকাছি পথের ধারে
পড়েছিল।)
****) কুমির কে কোথায় রাখা হয়েছিল /বাধা হয়েছিল?
উত্তর:- কুমির কে বুড়ির পুকুর ঘাটে বাঁধা হয়েছিল।
১.২০) কাকে বেঁধে রাজার কাছে হাজির করা হল ?
উত্তর:- চোরকে বেঁধে রাজার কাছে হাজির করা হল।
২) ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো।
২.১) একবার গাঁয়ে এক _____ (চোর/ডাকাত/ সন্ন্যাসী) এসে হাজির।
উত্তর:- একবার গাঁয়ে এক চোর এসে হাজির।
২.২) বুড়ি বলল চোর তার_____(পানতা/ পায়েস/ পিঠে) খেয়েছে।
উত্তর:- বুড়ি বলল চোর তার পানতা খেয়েছে।
২.৩) কিছুদুর গিয়ে বুড়ি দেখল একটা ________ (শিঙি মাছ/রুই মাছ/কাতলা মাছ)।
উত্তর:- কিছুদূর গিয়ে বুড়ি দেখল একটা শিঙি মাছ।
২.৪) সেদিন রাজা গিয়েছিল _______ (শিকারে /বেড়াতে /যুদ্ধে)
উত্তর:- সেদিন রাজা গিয়েছিল শিকারে।
২.৫) ____ (কুমির/সূচ/শিঙি মাছ) চিৎকার করে বলল, ও বুড়ি তোর চোর ধরেছি।
উত্তর:- কুমির চিৎকার করে বলল, ও বুড়ি তোর চোর ধরেছি।
উত্তর:-
বুড়ি পানতা ভাত
শিঙি মাছ পানতার হাঁড়ি
বেল উনান
মেজাজ গরম
কুমির ঘাট
উত্তর:-
৪.১) তারপর লোকজন চোরকে বেঁধে রাজার কাছে হাজির করল।
৪.২) ছুরি বলল, আমাকে উঠোনের ঘাসে গুঁজে রাখো।
৪.৩) অমনি সূচ বিঁধে রক্তারক্তি।
৪.৪) বুড়ির মেজাজ তখনও গরম।
৪.৫) বুড়ি রাজার বাড়িতে নালিশ করতে চলল।
চততত
ReplyDelete