কে ছিলেন ইসপ
কে ছিলেন ইশপ গল্পটি র সম্পূর্ণ ক্লাসের ভিডিওটি দেখার জন্য Clik করুন
অনুশীলনীর প্রশ্ন উত্তর (হাতে কলমে)
১) একটি বাক্যে উত্তর দাও :-
১.১) শিয়াল কিছুতেই কিসের নাগাল পায়নি?
উত্তর:- শেয়াল কিছুতেই আঙ্গুর গুচ্ছের নাগাল পায়নি।
১.২) শেয়াল শেষে কী বলে চলে গিয়েছিল?
উত্তর:- শেয়াল শেষে “আঙ্গুর ফল টক” বলে চলে গিয়েছিল।
১.৩) খরগোশ কেমন ছিল?
উত্তর:- খরগোশ খুব অহংকারী ছিল।
১.৪) খরগোশ কার কাছে দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়েছিল?
উত্তর:- খরগোশ কচ্ছপের কাছে দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়েছিল।
১.৫) খরগোশ কেন হেরে গিয়েছিল?
উত্তর:- কচ্ছপের জেদ আর নিষ্ঠা এবং খরগোশের অহংকার এর জন্য খরগোশ হেরে গিয়েছিল।
১.৬) রাখাল ছেলে কি করত?
উত্তর:- রাখাল ছেলে মিছিমিছি বাঘ বাঘ বলে চেচিয়ে লোক জড়ো করত।
১.৭) ইশপ কোন দেশের মানুষ ছিলেন ?
উত্তর:- ইশপ গ্রীস দেশের মানুষ ছিলেন।
১.৮) ইশপ কাদের নিয়ে গল্প বানাতেন?
উত্তর:- ইশপ তার চারপাশে লোকজনদের আচার-ব্যবহার , দোষ গুণ নিয়ে গল্প বানাতেন। তবে, অধিকাংশ ক্ষেত্রে তাঁর গল্পের মুখ্য চরিত্রে থাকতো পশুপাখিরা।
১.৯) ইশপের প্রভু কে ছিলেন?
উত্তর:- ইশপের প্রভু ছিলেন রাজা ক্রসাস
১.১০) তিনি ইশপ কে কোথায় পাঠিয়েছিলেন?
উত্তর:- তিনি ইশপ কে ডেলফিতে পাঠিয়েছিলেন।
১.১১) সেই জায়গাটি কেন বিখ্যাত ছিল?
উত্তর:- সেই জায়গাটির পুরোহিতরা ছিল ভবিষ্যৎ বাণীর জন্য বিখ্যাত।
১.১২) সেখানকার মানুষেরা (পুরোহিত) কেমন ছিল?
উত্তর:- সেখানকার মানুষেরা প্রচণ্ড লোভী ছিল।
১.১৩) তাদের আচরণ দেখে ইশপ কোন গল্প বাঁধলেন?
উত্তর:- তাদের আচরণ দেখে ইশপ “সোনার ডিম পাড়া হাঁসের গল্প বাঁধলেন।
১.১৪) নীতি গল্প কাকে বলে?
উত্তর:- যে গল্প থেকে নীতি শিক্ষা পাওয়া যায়, তাকে নীতি গল্প বলা হয়।
১.১৫) আমাদের জীবনে কোন গুণগুলি জরুরী?
উত্তর:- আমাদের জীবনে দয়া, মায়া, ভালোবাসা, সততা, কৃতজ্ঞতা, পরোপকারীতা, শ্রদ্ধা, ভক্তি- ইত্যাদি গুণগুলি জরুরী।
১.১৬) অনুবাদ বা তরজমা কাকে বলে?
উত্তর:- কোন লেখার বিষয়বস্তু ঠিক রেখে , এক ভাষা থেকে অন্য ভাষা তে রূপান্তরিত করাকে অনুবাদ বা তরজমা বলে।
১.১৭) ইশপের গল্প বিভিন্ন দেশে কেন জনপ্রিয়?
উত্তর:- ইশপের প্রত্যেকটি গল্পের মধ্য দিয়ে আমরা মজার ছলে বিভিন্ন নীতি শিক্ষা লাভ করি।
১.১৮) ইশপ কে কেন “মানবজাতির সবচেয়ে বড় শিক্ষকদের” একজন বলা হয়েছে?
উত্তর:- ঈশপ কে মানবজাতির সবচেয়ে বড় শিক্ষকদের একজন বলা হয়েছে, কারণ আজও তার গল্প থেকে সমগ্র মানবজাতি নীতি মূলক শিক্ষা লাভ করে।
২)
উত্তর:- শিয়াল :- আঙুর গুচ্ছ
রাখাল ছেলে :- বাঘ
ডেলফি :- ভবিষ্যৎ বাণী
খরগোশ :- দৌড় প্রতিযোগিতা
হাঁস :- সোনার ডিম
৩) ঠিক শব্দটি বেছে নিয়ে নিচের শূন্যস্থান পূরণ করো।
উত্তর:-
৩.১) ইশপ ছিলেন একজন ক্রীতদাস
৩.২) ইশপের প্রভু ছিলেন রাজা ক্রসাস
৩.৩) ইশপ ছিলেন গ্রীস দেশের লোক
৩.৪) ইশপের প্রভু ইশপ কে ডেলফি নগরে পাঠিয়েছিলেন
৩.৫) ডেলফি শহরটি বিখ্যাত ছিল ভবিষ্যৎ বাণী- এর জন্য
৪)
উত্তর:-
৪.১) কচ্ছপের ছিল জেদ আর নিষ্ঠা
৪.২) একটা হাঁস সোনার ডিম পাড়ত
৪.৩) চেহারা নিয়ে ইশপ কে উপহাস শুনতে হতো
৪.৪) ইশপের রচনাগুলি নীতি গল্প
৪.৫) ইশপের গল্পের অনুবাদ হয়েছে পৃথিবীর নানা দেশে নানা ভাষায়।
এই গল্পে অনুশীলনী প্রশ্ন উত্তর গুলো র আলোচনা গুলো শুনতে হলে নিচের ভিডিওটি দেখুন
I
ReplyDeleteQuestion is not same
ReplyDeleteQuestion is not same
ReplyDeletewhat the F#CK
ReplyDelete