গাছ বসাব - কার্তিক ঘোষ
কবি পরিচিতি ঃ-
কার্তিক ঘোষের জন্ম ১৯৫০ সালে। তার লেখা কয়েকটি উল্লেখযোগ্য বই হল - একটা মেয়ে একা, হাত ঝুমঝুম পা ঝুমঝুম, আমার বন্ধু গাছ, দলমা পাহাড়ের দুলকি, এ কলকাতা সে কলকাতা, জুঁই ফুলের রুমাল ইত্যাদি। ১৯৭৬ সালে " টুম্পুর জন্য" লেখাটির জন্য তিনি সংসদ পুরস্কারে সম্মানিত হয়েছেন।
কবিতাটির সারমর্ম ঃ
গাছেরা এই পৃথিবীতে কিভাবে এলো - সেই জন্মকথা এই কবিতাটিতে ফুটে উঠেছে। অনেক অনেক দিন আগে তখন পৃথিবীতে স্থলভাগ দেখা যেত না, চারিদিকে শুধুই জল আর জল থাকতো। আকাশে সূর্যের প্রবল তেজ বিদ্যমান ছিল। ঝড় বৃষ্টি প্রতিনিয়ত লেগে থাকত।
এমতাবস্থায়, পৃথিবীতে প্রথম প্রাণের উদ্ভব হলো জলে এবং সেটা হল সবুজ শ্যাওলা রূপে। তারপর ধীরে ধীরে গাছের জন্ম হয়। গাছের জন্মকথা যেন রূপকথার গল্প কেও হার মানায়। কবির বিশ্বাস যে, সেই গল্প শুনে সকলেই আরো বেশি করে গাছ লাগানোর প্রতিজ্ঞা করবে।
কবিতাটি একটি সামাজিক বার্তা মূলক কবিতা। কবি এখানে গাছ লাগানোর জন্য মানুষকে উৎসাহ দিয়েছেন। কবি মনে করেন যে গাছেদের সম্বন্ধে জানলে প্রতিটি মানুষই গর্ববোধ করবে এবং আরো বেশি সংখ্যক গাছ লাগানোর প্রতিজ্ঞাবদ্ধ হবে। এখানেই কবিতাটির নামকরণের সার্থকতা।
শব্দার্থ
ডাঙ্গা- স্থলভাগ , মাটি
সুয্যি- সূর্য
আগুন রাঙা- আগুনের মত জ্বলজ্বলে
রাঙা- রক্তিম বা লাল
নিত্য- রোজ, প্রতিদিন
ধারা- প্রবাহ বা বইছে এমন
শ্যাওলা- এক প্রকার জলজ উদ্ভিদ
সাড়া- জেগে ওঠা, ডাকা
রূপকথা- কাল্পনিক কাহিনী
গর্ব- অহংকার
বসাব- রোপণ করব
বিপরীত শব্দ
জল - স্থল
এইখানে - ওইখানে
ডাঙা - জল
ওপর - নীচ
নিত্য - মাঝে মাঝে, বা কখনো কখনো
প্রথম - শেষ
জন্ম - মৃত্যু
কবিতাটি থেকে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করা হলো ঃ
১. গাছ বসাব কবিতার কবির নাম কি?
উত্তর:- গাছ বসাব কবিতাটির কবি হলেন কার্তিক ঘোষ
২. পৃথিবীতে গাছের জন্ম প্রথম কোথায় হয়েছিল?
উত্তর:- পৃথিবীতে গাছের জন্ম প্রথম জলে হয়েছিল
৩. পৃথিবীতে প্রাণের সৃষ্টি কিভাবে হয়েছিল?
উত্তর:- প্রতিদিন লেগে থাকা রোদ ঝড় বৃষ্টির মধ্যে হঠাৎ একদিন জলের মধ্যে শ্যাওলা রূপে জন্ম নিলো প্রান।
৪. গাছেদের জন্ম কাহিনী কিসের মতো মনে হয়?
উত্তর:- গাছেদের জন্ম কাহিনী রূপকথার গল্পের মতো মনে হয়
৫. গাছেদের কথা পড়তে পড়তে কি রকম অনুভূতি হবে?
উত্তর:- গাছেদের কথা পড়তে পড়তে আমাদের বুক গর্বে ভরে উঠবে
৬. আগে চারিদিকে কি ছিল?
উত্তর:- আগে চারিদিকে শুধু জল ছিল
৭. সেই সময় নিত্যদিন কি দুর্যোগ হতো?
উত্তর:- সেই সময় নিত্যদিন ঝড় আর বৃষ্টি হতো
৮. পৃথিবীতে গাছের জন্ম হলো কিরূপে?
উত্তর:- পৃথিবীতে শ্যাওলা রূপে গাছের জন্ম হলো
৯. কাদের কথা পড়ে আমাদের গর্ব হবে?
উত্তর:- গাছেদের কথা পড়ে আমাদের গর্ব হবে
১০. মাথার ওপর কে আগুন রাঙা?
উত্তর:- মাথার ওপর সূর্য আগুন রাঙা
১১. গাছের কথা পড়ে সবাই কি বলবে?
উত্তর:- গাছের কথা পড়ে সবাই বলবে "একশটা নয়, আরো গাছ বসাবো" ।
কবিতায় পৃথিবীর অবস্থা কেমন বলা হয়েছে
ReplyDeleteধন্যবাদ
ReplyDeleteধন্যবাদ
ReplyDelete