Search This Blog

Saturday, June 6, 2020

কীসের থেকে কী যে হয়


কীসের থেকে কী যে হয় 


 







      

      এটি একটি প্রচলিত গল্প , অর্থাৎ দীর্ঘ দিন ধরে গল্পটি লোকের মুখে মুখে প্রচলিত হয়ে 
আসছে। 

      নীচে গল্পটির অনুশীলনীর প্রশ্ন গুলোর উত্তর করে দেওয়া হল। 
১.১।  কিশোরী মেয়ে বনে কি করতে যায় ?
          উত্তর-   কিশোরী মেয়ে বনে কাঠ কাটতে যায়। 

১.২।  কার লেজ কাটারির আঘাতে কেটে গেছিল ?
           উত্তর-  কাঠবেড়ালির লেজ কাটারির আঘাতে কেটে গেছিল । 

১.৩।  কিশোরী মেয়ে কোন হাতে কাটারি ধরেছিল ?
          উত্তর-  কিশোরী মেয়ে বাঁ হাতে কাটারি ধরেছিল ।

১.৪।  ছোটো পাখি কার কানে ঢুকে পড়েছিল ?
          উত্তর-  ছোটো পাখি হাতির কানে ঢুকে পড়েছিল।


২.১।  কিশোরী মেয়েরা কিসের জন্য বনে যেত ?
          উত্তর-  কিশোরী মেয়েরা বনের ধারে গ্রামে থাকত। তারা বনের মধু অ ফল্মুল খেত।
                       তাই তারা মধু, ফল্মুল ও রান্না করার জন্য শুকনো কাঠ আনতে বনে যেত।

২.২।  কাঠবিড়ালি রেগে গেছিল কেন ? সে রেগে গিয়ে কি করেছিল ?
           উত্তর-  বনে শুকনো কাট নিতে আশা মেয়েটির হাত থেকে পড়ে যাওয়া কাটারিতে 
                        কাঠবিড়ালির লেজ কেটে যাওয়ায় কাঠবিড়ালি টি রেগে গেছিল। 

                        সে রেগে গিয়ে গাছের উঁচু ডালে উঠে একটা ফলে কামড় দিয়ে সেটাকে ফেলে 
                         দিয়েছিল। 

২.৩।  হরিণ ভয় পেয়েছিল কেন ? ভয় পেয়ে সে পাখির কি ক্ষতি করেছিল ?
           উত্তর-  হরিণ গাছের নীচে শান্তিতে শুয়েছিল। এমন সময় আচমকা গাছের উপর 
                        থেকে কাঠ বিড়ালির কামড় দেওয়া  ফল তার মাথায় পরায় সে ভয় পেয়েছিল। 
                         আবার কিছু তার মাথায় পড়তে পারে এমন আশঙ্কা সে করেছিল ।

                         ভয় পেয়ে সে দৌড়ে পালাচ্ছিল । আর ঠিক সেই সময় তার পায়ের আঘাতে
                         ঝুরো মাটিতে থাকা পাখির বাসা ভেঙে গেছিল। 

২.৪।  হাতি কেন চাষির ফসলের ক্ষেত নষ্ট করে দিয়েছিল ? 
           উত্তর-  হঠাৎ করে ছোটো একটা পাখি হাতির কানে ঢুকে পরায়, হাতিটি যন্ত্রণায় এবং 
                        ভয়ে চাষির ক্ষেতে ঢুকে দৌড়া-দৌড়ি করে ফসলের ক্ষেত নষ্ট করে দিয়েছিল।



৩।   ৩ নং প্রশ্নের উত্তর টা নীচে করে দেওয়া হল 

         
           প্রাণীর নাম
             প্রাণীটি যা খায়
কাঠ বিড়ালি
বাদাম
পিঁপড়ে
চিনির দানা
হাতি
কলা গাছ
পাখি
পোকা-মাকড়
হরিণ
ঘাস


৪.।    ৪ নং প্রশ্নের উত্তর গুলো নীচে করে দেওয়া হল 

৪.১।  কাঠ পিঁপড়ে কিশোরী মেয়েটির ডান হাতে কামড়ে দিয়েছিল। 

৪.২।  হাতি ধানের ক্ষেত নষ্ট করে দিয়েছিল। 

৪.৩।  হরিণের পায়ের চাপে পাখির বাসা নষ্ট হয়ে গিয়েছিল ।

৪.৪।  কিশোরী মেয়েটি কাঠপিঁপড়ে র কোমরে সুতো বেঁধে ঝুলিয়ে রেখেছিল। 



৫।  ৫ নং প্রশ্নের উত্তরটি নীচে করে দেওয়া হল 

       
      বাম দিক
      ডান দিক
পাখির
বাসা
গাছের
ডাল
ফসলের
ক্ষেত
হাতির
শুঁড়
হাতের
তালু



৬।  নীচে গল্পের ঘটনা গুলি পর্যায়ক্রমে সাজিয়ে দেওয়া হল 

       *  কাঠ পিঁপড়ের কামড় খেয়ে কিশোরী মেয়ের হাত থেকে কাটারি পড়ে গেল

       *  কাটারির আঘাতে কাঠবিড়ালির লেজ কেটে গেল  

       *  কাঠ বিড়ালি রেগে উঁচু গাছের ফল হরিণের মাথায় ফেলে দিল 

       *  হরিণ ভয় পেয়ে  ছুটে পালাল 

       *  হরিণের পায়ের চাপে পাখির বাসা ভেঙে গেল

       *  ছোটো পাখি ভয় পেয়ে হাতির কানে ঢুকে পড়ল 

       *  হাতি কানের ব্যাথায় পাগল হয়ে চাষির ফসলের ক্ষেতে ঢুকে পড়ল 

       *  হাতির পায়ের চাপে ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেল 



৭।     ৭ নং প্রশ্নর উত্তর নীচে করে দেওয়া হল 

           
ব্যক্তি/বস্তু/প্রানির
নাম
নামের পরিবর্তে ব্যবহৃত শব্দ
মনের ভাব
কাজের  নাম
কোন কাজ



কাঠপিঁপড়ে

কাটারি

হাতি
সে

তার
রাগ

ভয়
সে সব
লাফিয়ে উঠল

ভেঙে দিল

ঝুলিয়ে রাখল


         
    
৮।   ৮ নং প্রশ্নের উত্তর নীচে ছকের মাধ্যমে করে দেওয়া হল 

             
শব্দ
শব্দার্থ
মেয়ে
কন্যা
পাখি
পক্ষী
গ্রাম
গাঁ
ডাল
শাখা
কাটারি
দা
ব্যথা
যন্ত্রণা
চাষি
কৃষক
বন
অরণ্য
    

৯।  
ক)    হরিণ ঃ-  হরিণের সিং আছে। হরিণ জঙ্গলে থাকে। হরিণ খুব সুন্দর দেখতে হয়

খ)     কাঠবিড়ালি ঃ-  কাঠবিড়ালির খুব সুন্দর একটা লেজ আছে। কাঠবিড়ালি হাতে ধরে 
                                     পেয়ারা খেতে পারে। কাঠবিড়ালি গাছে থাকে।

গ)     কাঠ পিঁপড়ে ঃ-   কাঠপিঁপড়ে কামড়ালে প্রচণ্ড জ্বালা করে । কাঠ পিঁপড়ে মাটির গর্তে 
                                       থাকে। 

ঘ)     হাতি ঃ-   হাতি গাছের ডালপালা ও শাখা-প্রশাখা খায় । হাতির একটা বিশাল বড়ো শুঁড় 
                          আছে। হাতির দাঁত দিয়ে অনেক কিছু তৈরি হয়। 

 ঙ)    পাখি  ঃ-   পাখির সারা শরীর পালকে ঢাকা থাকে। পাখিরা আকাশে উড়তে পারে। 
                            পাখি ডানা মেলে ওড়ে। 



১০।    ১০ নং প্রশ্নের ছকটি নীচে করে দেওয়া হল 

           
বৈশিষ্ট্য
হাতি
পাখি
হরিণ
কাঠবিড়ালি  
চারটি পা আছে
×
ü
ü
উড়তে পারে
×
ü
×
×
লেজ আছে
ü
ü
ü
ü
ঘাস খায়
×
×
ü
×
পালক আছে
×
ü
×
×
শিং আছে
×
×
ü
×

         




                          




3 comments: